আয়ুব আলি, নতুন গতি : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নৈহাটি ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২৬ শে জুন উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ন্যাশনাল পার্ক সন্নিকটে ৭/ডি বিজয়নগরে সেন্ট্রাল ব্লাড ব্যাংক ১৫জন রক্তদাতার রক্ত সংগ্রহ করে,এছাড়াও দন্ত, চক্ষু ও সাধারন চিকিৎসা র আয়োজিত হল।