|
---|
আজিজুর রহমান, গলসি : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করলো গলসি থানা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের অন্তর্গত গলসি থানার উদ্দ্যোগে দিনটি পালন করা হয়। এদিন বেলা বারোটা নাগাদ থানা থেকে একটি রালি গোটা গলসি বাজার পরিক্রমা করে। যেখানে পা মেলান পুলিশের আধিকারিকরা। পাশাপাশি যোগ দেন স্থানীয় হাসপাতালের ডাক্তাররা। সমাজকে সুস্থ সুন্দর রাখতে ও নেশামুক্ত সমাজ গড়তেই এমন উদ্দ্যোগ বলে জানান গলসি ওসি অরুন কুমার সোম। এছাড়াও ছেলেধরার গুজব রুখতে থানা এলাকায় প্রচার চালানো হয়।