|
---|
সংবাদদাতা : ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মীসভা অনুষ্ঠিত হয়ে গেল, বড়া তেলিয়ার মোড় এম এম অটো মোবাইলের দ্বিতীয় তলায়। উপস্থিত ছিলেন আবু আফজাল জিন্না অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি। আজিজ ওসমানী ফাউন্ডার চিফ সেক্রেটার। চন্দন মাহাল প্রেসিডেন্ট ন্যাশনাল বোর্ড।
হাজী মইদুল মোল্লামাইনোরিটি প্রেসিডেন্ট হুগলি।
সৈয়দ মোর্তজা আলী ভাইস প্রেসিডেন্ট।
উক্ত অনুষ্ঠানে সম্মানিয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু আফজাল জিন্না তিনি ভূয়সি প্রশংসা করেন হিউমান রাইস এর, আরো ভালো কাজ করুক। মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করছে যেমন, আগামিতে আরো আগিয়ে যাক। ধর্ম বর্ন নির্বিশেষে সকল শ্রেণী মানুষের কল্যাণের জন্য এই সংগঠন দ্রুত ছড়িয়ে পড়বে সর্বাত্মক।