|
---|
আয়ুব আলি নতুন গতি: উওর২৪পরগনা র অশোক নগর শুড়িয়া ফুটবল ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক জন সমাবেশ অনুষ্ঠিত হল,২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২ টায়। ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাত অশোক নগর কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ,সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সরকার, সমাজসেবী শফিকুল ইসলাম অন্যান্য বিশিষ্টজনেরা ও ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাতের অন্যান্য সদস্যরা। এই সমাবেশে প্রধান বক্তা পীরজাদা আব্বাস সিদ্দিকী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে বলেন আমার মা রে ভাষায় কথা বলে সেই ভাষা যেটা আমাদের ভাষা, বৃটিশ মুখ থেকেই এই ভাষা চলে আসছে, পূর্ব ভারতেবা এই বঙ্গ ভারতে তার আগে বৃটিশরা ভারতীয়দের উপর অত্যাচার চালিয়েছিল, ভারতীয়রা আন্দোলন করে বৃটিষদের সরিয়েছিল পরবর্তীতে দেশ ভাগ হল,২১শে ফেব্রুয়ারি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়,একটা ভাষা,আমি একজন বাঙালি হিসাবে গর্বিত ,বাকি ভাষাকে আমি অসন্মান করছিনা।