|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার বাগনানের কল্যাণপুর স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। স্টার ক্লাব এর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায় করে। তাই এই ঐতিহ্যপূর্ণ দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির কে ঘিরে এলাকায় ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়। উল্লেখ্য, কল্যাণপুর স্টার ক্লাব একাধিক সামাজিক কাজ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য সম্মতি জানান উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা, আম তার প্রাক্তন বিধায়ক অসিতবরণ মিত্র, বাগনান ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক দাস, বাগনান থানার আই.সি অভিজিৎ দাস, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, হাওড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল, পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ যোগ ও ন্যাচারাপ্যথির সভাপতি বঙ্গভূষণ প্রাপক ডা: তুষার শীল, বাগনান হাসপাতালের বি এম ও এইচ ডা: সানাউল্লা, বাগনান গ্রাম পঞ্চায়েত প্রধান সোমা ভৌমিক, বিশিষ্ট দুই সমাজসেবী সেলিমুল আলম, ডা: আনিসুর রহমান সহ বিশিষ্ট ধর্ম গুরু নিত্যবোদানন্দ মহারাজ,সমাজসেবী মিরাজ হোসেন প্রমুখ।