|
---|
লুতুব আলি, নতুন গতি : ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষে হাওড়ার বাগনানে অনুষ্ঠিত হলো এক বিশেষ শিক্ষাদানের অনুষ্ঠান। আয়োজক পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। এদিন বাগনান স্টেশনের রবার গাছের তলায় অক্ষর পরিচয় ও স্বাক্ষর করা শেখানো হয়। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান, ৬ থেকে ৬০ বছরের ২৩ জনকে এদিন স্বাক্ষর করা শেখায় পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ, প্রত্যেককে শ্লেট, শ্লেট পেন্সিল, বর্ণপরিচয় বই, পেন, খাতা, পেন্সিল, কেক ও অন্যান্য শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। সাক্ষরতা কোন সৌখিন জিনিস নয়। সাক্ষরতা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সুশিক্ষায় সবকিছু অন্ধকার, কুসংস্কার দূর করতে পারে। যে সমস্ত পথ চলিত মানুষ লেখাপড়া শেখেননি বিশেষ করে তাদেরকেই স্বাক্ষর করে তুলতে প্রাধান্য দেওয়া হয়। এদিনের স্বাক্ষর করার শেখানোর কাজে সহায়তা করেন কলেজ ছাত্রী পৌলোভী মিশ্র, মনিরা খাতুন, মেহেন্দী খাতুন, মহিমা খাতুন, খেলোয়ার বিশ্বজিৎ দাস শিক্ষক প্রভাষ মাজি, গৌতম পাল, গৌতম জানা। মাছ বিক্রেতা সুমিতা বারি বলেন, এই অভিনব ভাবে রাস্তায় নাম লেখা শেখানো এক অদ্ভুত অনুভূতি। সংগঠনটির পক্ষ থেকে চন্দ্রনাথ বসু আর ও জানান সপ্তাহের তিন দিন নিরক্ষর মানুষদের স্বাক্ষর করে তোলার কাজে ব্যবস্থা করা হবে।