আন্তর্জাতিক সর্প দর্শন দিবসে বর্ধমানের বিদ্যালয়ে সেমিনার।

লুতুব আলি, বর্ধমান, নতুন নতুন গতি : আন্তর্জাতিক সর্প দর্শন দিবসে বর্ধমানের বিদ্যালয়ে সেমিনার। ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক সর্প দর্শন দিবস এই উপলক্ষে বর্ধমান শহরের কাঞ্চন নগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি শিক্ষাপ্রদ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত স্বাগত বলেন, বর্ষায় সাপ খাদ্য ও প্রজননের কারণে ঘোরাফেরা বেশি করে। অতিরিক্ত জনবসতির কারণে তাদের থাকার জায়গার ও অভাব। তবুও দামোদর সন্নিহিত অঞ্চলে সাপ শহরের অন্যান্য এলাকা থেকে বেশি। এই বিদ্যালয়ের অঙ্গনে মাঝেমধ্যেই চিতি দাঁড়াশ চলে আসে। কিন্তু সাপের ব্যাপারে আমাদের সঠিক ভাবনার এখনো অভাব আছে। ছাত্র-ছাত্রীদের অবহিত ও সজাগ করতে এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহনপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. অয়ন মন্ডল স্লাইড এর মাধ্যমে বিভিন্ন বিষধর এবং নির্বিশ সাপের ছবি দেখিয়ে, সাপের আকৃতির রং স্বভাব খাদ্দা খাদ্য চিনতে সাহায্য করেন। লক্ষ্নৌ আইআইটিতে টক্সিকোলজির গবেষক দেবব্রত বিশ্বাস বলেন যে, সাপ কামড়ালে বিষ ছিল কিনা সে কথা না ভেবে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। অনুষ্ঠানের বিশেষ অতিথি বর্ধমান অ্যানিম্যাল সোসাইটির পশুপ্রেমিক অর্ণব দাস এবং সুমন বারুই সব দেখামাত্র মেরে না ফেলার পরামর্শ দেন। কারণ সাপ বাস্তু তন্ত্র সুশৃংখল রাখতে সাহায্য করে। বরং বাড়ির আশেপাশে নিয়মিত পরিষ্কার করে ব্লিচিং সরানো বেশি কাজের হবে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোমনাথ জানাই যে, কয়েকদিন আগেই সে দরজার কোণে হলুদ রঙের সাপ দেখেছিল ।এরকম আর ও অনেকের বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে সেমিনারের বক্তারা তাদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ দেন। পঞ্চম শ্রেণীর ছাত্রী অনিন্দিতা জানায়, এই সেমিনার তাদের খুব উপকারে এসেছে। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে সমাজে আরও অনেককে তারা অবহিত করবে বলে আশ্বাস দেয়।