আন্তরিক পত্রিকা ও দুজনে সুজনে সংস্থার কবি প্রণাম দুর্গাপুরে।

লুতুব আলি, নতুন গতি : আন্তরিক পত্রিকা ও দুজনে সুজনে সংস্থার কবি প্রণাম দুর্গাপুরে। পশ্চিম বর্ধমানের অগ্রজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা আন্তরিক পত্রিকা ও দুজনে সুজনে সংস্থার উদ্যোগে উদযাপিত হল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণময় জন্মজয়ন্তী অনুষ্ঠান । আন্তরিক পত্রিকার সম্পাদিকা বিশিষ্ট কবি ও সঞ্চালিকা অন্তরা সিংহ রায় বলেন, বাংলার সাহিত্য ও সংস্কৃতির এই উদ্যোগকে কেন্দ্র করে বাঙালির উত্তেজনার শেষ নেই। রবি ঠাকুর আপামর বাঙালির কাছে ১৬৩ বছর পরও সমানভাবে সমাদৃত। তিনি আরও বলেন রবীন্দ্রনাথ ঠাকুর আসুক প্রত্যেকের ঘরে ঘরে। সমাজের প্রতিটি স্তরে রবীন্দ্র চর্চা হোক। তবে এই বাংলা সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ হবে। দুর্গাপুরের অরভিল পার্কে ও বিধান পার্কে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়। দুজনের দুজনের সংস্থার কর্ণধার উমাশংকর সেন ও সোমা রায় আন্তরিক পত্রিকাকে সঙ্গে নিয়ে এক মননশীল অনুষ্ঠানের উপহার দেন। এই দুটি অনুষ্ঠানে যে সমস্ত শিল্পী এবং বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন তারা হলেন শিবদাস রুদ্র, তরুণ সাহা, আর ডি গৌতম, মধুসূদন রায়, অর্চনা সিংহ রায়, চন্দ্রা পাঁজা,হৃদয় সাই,কাকলি দাশগুপ্ত,কুহেলি চ্যাটার্জি, মিতালী প্রমুখ। শিশু-কিশোর শিল্পীদের মধ্যে অঙ্কিত ঘোষ, সায়ন ঘোষ, অনুশ্রিতা মৈত্র, অনুপ্রিতা মৈত্র প্রমুখদের অনুষ্ঠান সকলের মন ছুঁয়ে যায়।