অনুব্রত মণ্ডলকে কড়ানজরে রাখছেন নির্বাচন কমিশন

 

    সৌগত মন্ডল
    রামপুরহাট-বীরভূম
    (২৮/০৪/২০১৯)

    (বোলপুর-বীরভূম):
    গত বিধানসভা নির্বাচনে গৃহবন্দি থাকার পরেও ভালো ফল করেছিল বাংলার বাঘ তথা কেষ্ঠদা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।

    এবারের লোকসভা নির্বাচনে কয়েকবার শোকজ করা হয়েছিল এই দাপুটে তৃণমূল নেতাকে।

    কেন্দ্রীয় শাসক দল বিজেপি নির্বাচন কমিশনের কাছে বার বার আবেদন করছেন বীরভূমে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর।

    শুধু তাই নয়,সেখানকার ভোটকর্মীরা আবেদন জানিয়েছেন অনুব্রত কে ঝাড়খন্ড পাঠানোর।

    সবকিছুকে উপেক্ষা করে অনুব্রত বাবু সবাইকে নকুল দানা খাইয়ে ঘোষণা করলেন যে অন্তত পাচ -ছয় লক্ষ্য ভোটে তৃণমূল জিতবে।যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক। তবে এবার কি অনুব্রত মণ্ডল চুপ থাকবেন না নিজের ফ্রমেই থাকবেন?