|
---|
খান আরশাদ, বীরভূম:
বীরভূমে জেলা সভাপতির পদ হারালেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট । দল পরিচালনার ক্ষেত্রে বীরভূমে কোর কমিটিকেই চূড়ান্ত সিলমোহর দিল রাজ্য তৃণমূল নেতৃত্ব।
বীরভূমে এতদিন দল পরিচালনার ক্ষেত্রে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা, যাকে বীরভূমের বাঘ বলা হয় সেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টই ছিলেন শেষ কথা।
কেষ্ট মন্ডল শুধু জেলা নয় বরং রাজ্য রাজনীতিতে এক বহুল চর্চিত নাম। এতদিন যিনি জেলা সভাপতি পদে আসীন ছিলেন। তিহার জেলে দু’বছর থাকাকালীন সময়ও সভাপতির পদ থেকে নাম প্রত্যাহার করা হয়নি যার, সেই অনুব্রত মণ্ডলকে এবার জেলা সভাপতির পদ খোয়াতে হল।
ছাব্বিশে নির্বাচনের আগে রাজ্য তৃণমূলে সাংগঠনিক ও রদবদল করা হল। অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও রদ বদল করা হল।
দল পরিচালনার ক্ষেত্রে বীরভূমে কোর কমিটিকে চূড়ান্ত সিলমোহর দিল রাজ্য তৃণমূল। রাজ্য তৃণমূলের ঘোষণা অনুযায়ী বীরভূমে আর কোন জেলা সভাপতির পদ থাকলো না। জেলায় দল পরিচালনা করবে কোর কমিটি। রাজ্য তৃণমূল একটি তালিকা প্রকাশ করে দুই সাংসদ ও সাত সদস্যের নাম ঘোষণা করল। মোট ৯ জন সদস্যের কোর কমিটি জেলায় দল পরিচালনা করবে।
রাজ্য তৃণমূল যে সাত সদস্যর নাম ঘোষণা করেছে তা হল, ১- অভিজিৎ সিনহা, ২- অনুব্রত মণ্ডল, ৩- আশীষ ব্যানার্জি, ৪- বিকাশ রায় চৌধুরী ৫- চন্দ্রনাথ সিনহা, ৬-কাজল শেখ, ৭- সুদীপ্ত ঘোষ ও দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল । এই কোর কমিটির চেয়ারপার্সন করা হয়েছে জেলার প্রবীণ রাজনীতিবিদ বিধায়ক আশীষ ব্যানার্জিকে।
শেষ পর্যন্ত কোর কমিটিকেই ভরসা করে কোর কমিটির এইসব সদস্যদের নাম ঘোষণা করা হল।
বীরভূমে দল পরিচালনা করবে কে? কোর কমিটি? না জেলা সভাপতি অনুব্রত মণ্ডল? দীর্ঘদিনের এই জল্পনার অবসান করে রাজ্য তৃণমূল সিদ্ধান্ত নিল বীরভূমের দল পরিচালনা করবে কোর কমিটি। বিধানসভা নির্বাচনের আগে জেলায় এ ধরনের বড়সড়ো রদবদল, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত: উল্লেখ্য কেষ্ঠ-কাজলের দ্বন্দ্বে জেলা রাজনীতি সময় সময় উত্তাল হয়ে ওঠে।
দলীয় বৈঠক হলেও কোর কমিটির বৈঠক হচ্ছে না, এই অভিযোগ প্রায়শই করে আসছেন বীরভূম জেলা পরিষদ সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ।
রাজ্য তৃণমূল কংগ্রেস যে তালিকা প্রকাশ করেছে সে বিষয়ে কাজল শেখ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই ঘোষণা করেছেন বীরভূমে দল চালাবে কোর কমিটি এবং কোর কমিটির চেয়ারপার্সন আশীষ ব্যানার্জি।
কাজল শেখ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী দল চলবে।
এই কোর কমিটি গত তিনটি নির্বাচনে ভালো ফল করেছে। তাই মুখ্যমন্ত্রী ও যুবরাজ এই কোর কমিটির উপরেই ভরসা রেখেছেন।
আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও যুবরাজ বীরভূমের ১১ টি আসনে যে প্রার্থীকে দাঁড় করবেন, তারাই জিতবে এবং বিরোধীদের নাস্তানাবুদ করে ছাড়বে, মন্তব্য কাজল শেখের।