অবশেষে সিবিআই দপ্তরে হাজিরা দেন অনুব্রত মণ্ডল, ৪ ঘন্টা বাদে বেরিয়ে চলে গেলেন এসএসকেএম হাসপাতালে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ৬ বার এড়ানোর পর অবশেষে গরু পাচার কাণ্ডে বৃহস্পতিবার সকাল ৯ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রুটিন চেকআপের জন্য দুপুর ২ টো নাগাদ তিনি বেরিয়ে সোজা চলে গেলেন এসএসকেএম হাসপাতালে।

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, হাজির হয়ে তিনি জানান দুপুর ২টোয় এসএসকেএমে ডাক্তার দেখানোর কথা তাঁর। তবে এদিনই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, তিনি ভরতি হতে পারেন উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে।