ভোটে লিড দিলে মিলবে দামি উপহার ভেটের আগে জেলার দায়িত্ব পেয়ে এমনই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল

নিজস্ব সংবাদদাতা : ভোটে লিড দিলে মিলবে দামি উপহার। ভেটের আগে জেলার দায়িত্ব পেয়ে এমনই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। ভোটে দাবি মতো লিড দিলেও তার পর থেকে আর অনুব্রতর মুখ দেখতে পাননি তিনি। এমনই দাবি, নদিয়ার চাপড়ায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি জেবের শেখের।2019 সালের লোকসভা নির্বাচনে আগে তখন নদিয়া জেলার গোষ্ঠীকোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। এমন সময় অনুব্রত মণ্ডলকে জেলা তৃণমূলের পর্যবেক্ষক ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করতে কৃষ্ণনগরে যান অনুব্রত। বৈঠকে তৃণমূলের চাপড়া ব্লকের সভাপতি জেবের শেখের কাছে অনুব্রত মণ্ডল জানতে চান, কত লিড হবে? জেবের জানান, পঞ্চায়েত নির্বাচনে ১ লক্ষের বেশি লিড হয়েছিল। লোকসভায় ৫০ হাজার মতো হবে। অনুব্রত প্রশ্ন করেন, লিড কমবে কেন? জবাবে জেবের শেখ জানান, পঞ্চায়েতের মতো লিড অন্য কোনও ভোটে হয় না। সম্ভবই নয়। তখন অনুব্রত বলেন, ‘তুমি যত ভোটের লিড দেবে তোমাকে সেই ধরনের প্রাইজ দেব আমি। ঠিক কী বললাম বুঝলে! সাংবাদিক আছে তাই বেশি কিছু বললাম না’।লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় চাপড়া বিধানসভায় তৃণমূল ৫০,৬০০ ভোটে লিড পেয়েছে। জেবের শেখ ভেবেছিলেন, এবার হয়তো কপালে কিছু জুটবে। হয়তো দলের কোনও ভালো পদ বা অন্য কিছু। কিন্তু উপহার তো দূরে থাক তার পর থেকে তিনি কখনও অনুব্রত মণ্ডলের মুখই দেখননি বলে জানিয়েছেন জেবের।২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাবেন ভেবেছিলেন জেবের শেখ। কিন্তু প্রার্থীতালিকায় তাঁর নাম ছিল না। এর পর নির্দল প্রার্থী হিসাবে লড়ে ৬০,০০০ ভোট পান তিনি। চাপড়ায় জয়ী হন রুকবানুর রহমান। তার পর থেকে তৃণমূলের সঙ্গে তাঁর আর তেমন কোনও যোগাযোগ নেই বলে দাবি জেবের শেখের।