বোলপুরের ঘরে মেয়ে সুকন্যা সহ ফিরলেন অনুব্রত, কর্মীদের উচ্ছ্বাস আকাশ ছোঁয়া

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    ঘরে ফিরলেন অনুব্রত, কর্মীদের উচ্ছ্বাস আকাশ ছোঁয়া
    প্রায় দুই বছর পর ঘরে ফিরলেন বীরভূমের তৃণমূলের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। গত সপ্তাহেই অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হয়, এর আগে জামিন পেয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডল। তিহার জেল থেকে মুক্তি পেয়ে সোমবার রাত্রেই বিমানে কলকাতায় পৌঁছান। মঙ্গলবার ভোরে বিমানবন্দরে পৌঁছানোর পর সোজা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত ও সুকন্যা।
    বীরভূম পৌঁছানোর আগেই অনুগামীরা ব্যানার ফেস্টুন,ফুল,ঢাক নিয়ে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে রাস্তার দুপাশে অপেক্ষা করতে থাকেন।
    এমনকি বীরভূম ঢোকার আগেই অনুগামীরা প্রিয় নেতার গাড়ি দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন।
    সকাল পৌনে ন’টা নাগাদ বোলপুরের নিচু পট্টিতে পৌঁছালে অগণিত অনুগামী অনুব্রতর পোস্টার নিয়ে, সবুজ আবির মেখে, ফুল ছড়িয়ে, শঙ্খ-ধ্বনি দিয়ে শুভেচ্ছা জানান। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। গাড়ি থেকে নেমে অনুব্রত মণ্ডল উপস্থিত দলীয় কর্মী সমর্থক, অগণিত অনুগামীদের শুভেচ্ছা জানালেন।
    ঘটনা ক্রমে মঙ্গলবারই বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির সাথে দেখা করবেন কিনা এ প্রশ্নের উত্তরে সাংবাদিকদের অনুব্রত মণ্ডল জানান পায়ে বেদনা, পায়ের অবস্থা ভালো থাকলে দিদির সাথে দেখা করব। দিদি ভালো থাকুন, সুস্থ থাকুন অল ইন্ডিয়ার মানুষ দিদিকে ভালোবাসে। আমি কোর্টকে সম্মান করি, ভালো থাকুন সবাই।
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় অনুব্রত মণ্ডলের ছাড়া পাওয়ার বিষয়ে বলেছিলেন, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে।
    আজ অনুব্রত মণ্ডলকে তৃণমূল কর্মী-সমর্থক এবং তার অগণিত অনুগামীরা বীরের মতো সম্মান দিয়েই শুভেচ্ছা জানালেন।