|
---|
নিজস্ব সংবাদদাতা: অনুব্রত লুকোচুরি খেলছিল , অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল জলপাইগুড়িতে এসে হেসে বললেন বিমান বোস ।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরামের ১১৪ তম আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসেন প্রবীণ সি পি আই এম নেতা তথা বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বোস ।
সিপিএমের জেলা কার্যালয়ে প্রবেশের সময়ই উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অনুব্রত মন্ডলের গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি জানান , অনেক আগেই এই গ্রেপ্তারি হওয়া উচিত ছিল । তৃণমূলের ব্লক স্তর থেকে কাউন্সিলর এবং বিধায়ক সবাই পদে বসেই সম্পদ বাড়ানোর জন্য বসে আছেন। অনুব্রতর দেহরক্ষীর কাছ থেকে পাওয়া গেছে দুশো কোটি টাকা।এই টাকাটা কার?বলে হেসে বেরিয়ে যান বিমান বসু।