|
---|
নবাব মল্লিক, রায়দিঘী : রায়দিঘীতে অনুব্রতর সভায় ছোট জায়গায় সভা করে প্রচুর লোকদেখানোর ব্যর্থ চেষ্টা। তিনি আসলেন গরমা গরম ভাষণ ও দিলেন কিন্তু লোক ভরাতে পারলেন না। লোক যে ভরবেনা তার আন্দাজ তৃণমূল নেতৃত্ব আগেই পেয়েছিলেন। সেজন্য রায়দিঘী স্টেডিয়ামে সভা না করে বাসস্টান্ডে বাধা হল মঞ্চ। সরু রাস্তা ঘেষাঘেষি করে বসলে প্রচুর লোক দেখাবে এই ছিল উদ্যেশ্য।
মঞ্চের উপর সাংবাদিকরা উঠলে সেই ছবি যাতে উঠতে না তুলতে পারে সেজন্য মঞ্চে উঠতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হল। সভা শুরু হলে সেই নকুলদানা দিয়ে শুরু হল। বললেন আপনারা কাকে সাংসদে পাঠাবেন, কাকে ভোট দেবেন যাকে পাঠাবেন, তিনি যেন সংসদে উঠে কিছু বলতে পারেন। অথচ সরকারি পরিসংখ্যান বলছে মথুরাপুরের সাংসদ পাচবছরে কোন কথাই বলেন নি।
সভায় আনা হল বাংলা সিরিয়ালের অভিনেত্রীকে। মঞ্চে বিধায়ক সাংসদ সবাই উপস্থিত তাও ভরল না মাঠ। এ নিয়ে স্থানীয় দোকানদাররা নিজেদের মধ্যে চাপা আলোচনা চালাচ্ছেন তৃণমূলের কি দিন শেষের দিন কি শুরু হয়ে গেছে।