অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গোষ্ঠ বিহার মেলা

সুবিদ আলী মোল্লা, উত্তর চব্বিশ পরগনা: উত্তর ২৪ পরগনা গোবরডাঙ্গায় পহেলা বৈশাখ অনুষ্ঠিত হলো ২০১ বছরের পুরানো ঐতিহ্যবাহী গোষ্ঠ বিহার মেলা ।এই মেলার সূচনা করেছিলেন ১৯২২ সালে গোবরডাঙ্গার তৎকালীন জমিদার খেলারাম মুখোপাধ্যায় ।গোবরডাঙ্গা কালী বাড়ীর কাছে যমুনা নদীর তীরে বরাবরই এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার সূচনাকালে নদী ছিল অনেক বিস্তৃত। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নদীপথে এখানে মশলা আসতো। সেইজন্য এই মেলা মশলা মেলা নামেও পরিচিত ।
দশদিন ব্যাপী এই মেলায় বসেছিল হাজারখানেক দোকান পাট। দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছে এই মেলায়। নাগরদোলা ,মরণ কূপ খেলা, খেলনার দোকান , বিচিত্র রকমের খাবারের দোকান ও গার্হস্থ সামগ্রীর যাবতীয় দোকান ছিল এই মেলায়। মেলার আকর্ষণ মশলার দোকানতো ছিলই। ছিল স্বাস্থ্য শিবির। মেলা কে কেন্দ্র করে এলাকার মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।