ন্যাচারাল স্টাডি ট্রেকিং ক্যাম্প অনুষ্ঠিত হল মধ্যপ্রদেশের পঞ্চমারিতে

লুতুব আলি,৪ এপ্রিল : ভারতীয় স্কাউট অ্যান্ড গাইড দিল্লী সেন্টারের উদ্যোগে ন্যাচারাল স্টাডি ন্যাচারাল স্টাডি ট্রেকিং ক্যাম্প আনুষ্ঠিত হল মধ্য প্রদেশের পঞ্চমারীতে।প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গনে এই ক্যাম্পটি বর্ণময় হয়ে উঠেছিল।ট্রেকিং ক্যাম্পটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্টেট অর্গানাইজিং কমিশনার মনি রাম গিরি । এ ছাড়াও স্কাউট ট্রে নার হিসাবে উপস্থিত ছিলেন দেবাশীষ ব্যানার্জি। ছয়দিন দিনের ক্যাম্পে যোগদান করেন স্কাউট গাইড, রোভার্স রেঞ্জার এবং অ্যাডাল্ট টিচারস্ ।এই ক্যাম্পে দেশের বিভিন্ন রাজ্য থেকে ২৮৫ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেন।বিশেষ করে স্কুল পড়ুয়াদের চোখে পড়ার মতো ছিল।পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করেন স্কাউট মাস্টার দেবাশীষ ব্যানার্জি।তিনি বলেন,ডিজিটাল দুনিয়া ছাত্র ছাত্রী,ছেলেমেয়েদের বিপথে পরিচালনা করছে।এই ধরনের ক্যাম্প ছেলেমেয়েদের সুসংহত ভাবে জীবন গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।