|
---|
খান আরশাদ, বীরভূম:
জামিন পেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডল।
অবশেষে অনুব্রত অনুরাগীদের মুখে হাসি ফুটল। প্রিয় নেতা অনুব্রত মণ্ডলের জামিনের খবর পেতেই খুশিতে আত্মহারা অনুব্রত বীরভূমের অনুব্রত অনুরাগীরা। এর আগে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের একমাত্র কন্যা সুকন্যা মন্ডল।
প্রসঙ্গত উল্লেখ্য অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডলকে ২০২২ সালের ১১ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। এরপর তিহার জেলে বন্দী হন অনুব্রত মণ্ডল।
কিছুদিন আগে সিবিআই এর করা মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল। কিন্তু তার ওপর দায়ের করা ইডির মামলাগুলি চলছিল। এবার ইডির মামলা থেকেও তিনি জামিন পেলেন, ফলে তার আর বাড়ি ফেরা অনিশ্চিত রইল না। পুজোর আগেই বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলও ফিরেছেন। এবার ফিরছেন অনুব্রত। স্বভাবতই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস উদ্দীপনা চরমে।
আর জি কর নিয়ে তৃণমূল যে অস্বস্তিতে পড়েছিল, জেলার এইসব প্রভাবশালী নেতা জামিন পাওয়ায় অনেকটাই শক্তি ফিরে পেল তৃণমূল, বলে মনে করছে রাজনৈতিক মহল।
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ১০ লক্ষ টাকার বন্ডে শুক্রবার জামিন পেলেন কেস্ট মন্ডল।