|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিলেন সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদবের পুত্রবধূ।বুধবার দিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে যোগদান করলেন মুলায়ম যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহের উপস্থিতিতে দলে যোগ দেন অপর্ণা।
নির্বাচনের আগে পর পর কয়েকদিন বিজেপি-কে বড় ধাক্কা দিয়েছে সমাজবাদী পার্টি৷ বিজেপি-র একের পর এক মন্ত্রী, বিধায়ক ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন অখিলেশ যাদবের দলে৷ তাই এ বার মুলায়ম সিং যাদবের পরিবারেই ভাঙন ধরিয়ে পাল্টা জবাব দিল গেরুয়া শিবির৷ এই ঘটনায় সমাজবাদী পার্টিতে বড়সড় ধাক্কা খেল বলে দাবি বিজেপি নেতৃত্বের।বিজেপি-তে যোগ দেওয়া প্রসঙ্গে অপর্ণা যাদব জানিয়েছেন, ‘আমার কাছে দেশই সবার আগে। আমি দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের সমাদর করি বহুদিন ধরেই।’
২০১৭ সালে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন অপর্ণা৷ বাওয়ারে নামে মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা একটি সামাজিক সংগঠনও চালান তিনি৷ সূত্রের খবর, শুধু অপর্ণার যোগদানেই থেমে থাকবে না বিজেপি৷ উত্তর প্রদেশ নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে বড়সড় ভাঙন ধরানোর চেষ্টায় রয়েছে তারা৷ গত কয়েকদিনে যোগী মন্ত্রিসভার তিন সদস্য-সহ একাধিক বিজেপি বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন৷ যার ফলে উত্তর প্রদেশ নির্বাচনে দলিত, ওবিসি-সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমর্থন বিজেপি কতটা পাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল৷ অখিলেশ যাদবকে তাই পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছিলেন বিজেপি নেতৃত্ব৷ সেদিন থেকে ধরলে এটাই তাদের প্রথম বড় কোপ, দাবি গেরুয়া শিবিরের।