একাধিক কর্মসূচির পাশাপাশি এলাকার গৃহবধুদের নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করেন ফলতা সাধনচন্দ্র কলেজ ও ফলতা পঞ্চায়েত

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- প্রতি বছরের ন্যায় এবারও সাধন চন্দ্র মহাবিদ্যালয় ও ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ফলতা থানার সহযোগিতায় এদিন তামাক বিরোধী দিবস উপলক্ষে সচেতন করতে ফলতা রোডে মিছিল এর আয়োজন করা হয়েছিল।এই মিছিল এ পা মেলালেন কলেজের পরিচালন সমিতির সদস্য মানস পান্ডা, ফলতা থানার এস আই প্রজ্জ্বল রায় সহ এলাকার স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। পাশাপাশি এদিন সাধন চন্দ্র মহাবিদ্যালয় এর উদ্যোগে শ্রীরাম পুরে গ্লোবাল ডে, মিল্ক ডে,সহ একাধিক কর্মসূচি পালন করেন।এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন সাধন চন্দ্র মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল ডাক্তার শেখ ফজলুল হক, আই কিউএসি কো অর্ডিনেটর সায়ন্তনী অধিকারী,পঞ্চায়েত প্রধান সঞ্চিতা মণ্ডল,শিক্ষা বিজ্ঞানের শিক্ষিকা সোমা পাল,শিক্ষিকা সাবানা ইয়াসমিন সহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। এদিন ফলতা পঞ্চায়েতের সঙ্গে যৌথ উদ্যোগে পঞ্চায়েত এ আলোচনা সভা কক্ষে বিশ্ব ঋতু কালীন স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে এলাকার প্রায় শতাধিক গৃহবধূদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করে সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের মহিলা সেল তেজস্বিনী। উপস্থিত বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকা তারা জানান কলেজের সামাজিক কর্মের মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ফলতা ব্লক প্রাথমিক সাস্থকেন্দ্রের সহযোগিতায় এবং এলাকার স্থানীয় হেলেগাছিয়া বিদ্যালয়ে শিশু প্রসূতি মায়েদের নিয়ে সাস্থ্য ও পুষ্টি নিয়ে সচেতনার উপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন ঋতুকালীন ভ্রান্ত ধারণা নিয়ে সকলকে সচেতন করা হয় এছাড়াও পঞ্চাশ জনেরও বেশি মহিলা দেরকে বিনা মূল্যে স্যানিটাইজার ও ন্যাপকিন বিলি করা হয়েছিল।