|
---|
সেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) : চন্ডীতলা ব্লক ওয়ানের অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শিব তলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অপরাজিতা ধরনা মঞ্চে অসংখ্য মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্যা দেবযানী ব্যানার্জি এছাড়া অন্য নেতা নেতৃবৃন্দ। হুগলি জেলা পরিষদের সদস্যা দেবযানী ব্যানার্জি, তিনি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এছাড়াও অভিষেক ব্যানার্জির নির্দেশ মত তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে আগামীতেও চলবে। প্রসঙ্গত আজকের এই ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন চন্ডীতলা এক নম্বর ব্লকের টিএম সি সভাপতি সনৎ সানকি মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন চন্ডীতলা ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা এছাড়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সেখ মোশারফ আলী এছাড়াও অন্যান্য নেতা-নেত্রী বৃন্দ। উল্লেখ্য উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা এছাড়া উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি সদস্য আনিসুল নস্করএছাড়াও ওই পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দ। মহিলাদের মিছিল শোভাযাত্রায় নানা প্লাকাট হাতে ছাড়াও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সেখ মোশারফ আলী জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মত এরূপ অপরাজিতা ধরনা মঞ্চ চলছে চলবে। আগামী কিছুদিনের মধ্যেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দা। হুগলি জেলা পরিষদের সদস্যা দেবযানী ব্যানার্জি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।