অপরাজিতা বিলের সমর্থনে তৃণমূলের অবস্থান-বিক্ষোভে

সংবাদদাতা,জামালপুর : পূর্ব বর্ধমান – বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবীতে ধরনা কর্মসূচি চলছে তৃণমূলের। রাজ্যজুড়ে ব্লকে ব্লকে চলছে এই কর্মসূচি। এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহিলা তৃণমূলের অবস্থান বিক্ষোভ হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি,সাহাবুদ্দিন মন্ডল, সহ অন্যান্যরা। এই ধরণা কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা, ব্লকের সংঘ নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ অন্যান্যরা। আজকের এই প্রতিবাদের ধরনা মঞ্চ থেকে কেন্দ্র সরকাররের তীব্র সমালোচনা করা হয়। অবিলম্বে অপরাজিতা বিল পাশ নাহলে লাগাতার প্রতিবাদ আন্দোল করবেন তাঁরা বলে জানান।প্রচুর মহিলা কর্মীর সমর্থক অংশগ্রহণ করেন তৃণমূলের ধরনা কর্মসূচিতে।