|
---|
লুতুব আলি, নতুন গতি : অপু দুর্গা সাহিত্য পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান কলকাতায়। হাওড়ার আন্দুল থেকে প্রকাশিত সাহিত্যিক পত্রিকা অপু দুর্গা র বর্ণময় বাৎসরিক অনুষ্ঠান হল শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক চৈতালি দাস মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সনদ কুমার, সৈয়দ হাসমত জালাল, নিগমানন্দ মন্ডলসহ অন্যান্য যে সমস্ত কবিরা উপস্থিত ছিলেন তারা হলেন সুনীল চক্রবর্তী, সুশান্ত ঘোষ, প্রবীর চক্রবর্তী, তাপস সাহা, গৌতম দাশগুপ্ত, বংশীবাদন চট্টোপাধ্যায়, কিরণ মজুমদার, স্নিগ্ধা রায় চৌধুরী, মুকুল চক্রবর্তী, নদের চাঁদ হাজরা, সুলেখা বিশ্বাস, শিলা বৃষ্টি, পবন সাহা, রঞ্জিত দে, রমা গুপ্তা, জহুরুল আমিন মোল্লা, রিনা দাস প্রমুখ। পত্রিকার সম্পাদিকা চৈতলি দাস মজুমদার জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোভিদ সাহিত্যিক গুণী ব্যক্তিরা এই অনুষ্ঠানের উপস্থিত থেকে অনুষ্ঠানের উৎকর্ষতা সাধিত হয়। অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।