|
---|
আজাহার উদ্দিন : সম্প্রতি হুগলি জেলার আরামবাগের গার্লস কলেজে ছাত্রীদের নিয়ে বিপর্যয় মোকাবিলা এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এন ডি আর এফ সদস্যরা কলেজের প্রত্যেকটা ক্লাসের ছাত্রীদের কে নিয়ে বিপর্যয় মোকাবিলার ক্যাপ্টেন হরদেব চৌধুরী তত্ত্বাবধানে কিভাবে মানুষকে বিপদে উদ্ধারকারী হিসাবে আগিয়ে আসতে হয় সেই উপলক্ষে ছাত্রীদের বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন বন্যা কবলিত এলাকায় মানুষকে কিভাবে পরিত্রাণ করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া, আগুন লাগলে পরিবার-পরিজনদেরকে বের করা, সাপে কামড়ালে কি করনীয় সেই শিক্ষা দেয়া হয়। আরামবাগ গার্লস কলেজের প্রিন্সিপাল ডঃ সৈয়দ সাজিদুল ইসলাম সার্বিক সহযোগিতায় এনডিআরএফ টিম কলেজ ছাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখে তারা অভিভূত। বর্তমান রাজ্য সরকার বিপর্যয় মোকাবেলা বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির হিসাবে কাজ করে চলেছে। কারণ একটাই বিপদ আসলে মানুষ নিজের উদ্যোগের উপস্থিতি বুদ্ধি খাটিয়ে নিজে বাঁচে এবং অপরকে বাঁচতে সাহায্য করে। কলেজের ছাত্রীরা তিয়া ঘোষ, অন্বেষা ব্যানার্জি, দিয়া সিং,আসমিনা খাতুন সহ কলেজের অন্যান্য বিভাগের ছাত্রীরা তিন ঘন্টা ধরে চলে বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ দেখে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সকলেই তারা অত্যন্ত আনন্দিত খুশি।