আরামবাগ মাদরাসা আমিনিয়া ইসলামিয়ার নূরানী দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয়।

মহ আজহারউদ্দিন : আরামবাগ মাদরাসা আমিনিয়া ইসলামিয়ার বহু আকাঙ্খিত প্রস্তাবিত মসজিদের ভিত্তি স্থাপন উপলক্ষে এক নূরানী দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয়। উক্ত দোওয়ার মজলিসের আগাম মুহুর্তে এশিয়া মহাদেশের বিদগ্ধ আলেমেদ্বীন আল্লাহর রাসূল সাঃ এর চল্লিশ তম বংশধর আজহারুল হিন্দ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও সদর মুফতি নায়েবে আমিরুল হিন্দ আল্লামা মুফতী মুহাম্মদ সৈয়দ সালমান মনসুরপুরী দামাত বারাকাতুহুম নিজে হাতে ভিত্তি স্থাপন করেন। ও দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও সিনিয়র অধ্যাপক আল্লামা মুফতী ইউসুফ তালবী সাহেব ও মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং মাদ্রাসার ও পুরো উম্মাতে মুহাম্মাদীর জন্য দোওয়া করেন। আজকের দোওয়ার মজলিসে দারুল উলুম সেহরাবাজার মাদ্রাসার মুহাদ্দিস ও সদর মুফতি আল্লামা সাইফুল্লাহ কাসেমী সাহেব। উপস্থিত ছিলেন জনাব হজরত আলহাজ্ব আশরফ আলি সাহেব কার্যকারি সম্পাদক সেহারা বাজার দারুল উলুম। আজকের মজলিসে সবথেকে উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু মোতালিব সাহেব (প্রাক্তনডিস্ট্রিক্ট জর্জ) এবং উনার পরিবারের বিশিষ্ট সদস্য গন। উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে দ্বীন হুফ্ফাজায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ ওআরামবাগ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী হাজী মোঃ সেলিম হাজী মোহাম্মদ ইয়াসিন নাজেম সাহেব আলী রেজা সাহেব সহ বহু মানুষের সমাগম হয়। মাদরাসার মুহতামিম মাওলানা মনিরুদ্দিন সাহেব জানান এই মসজিদ শুধু আল্লার অশেষ রহমতের দয়ায় ছাড়া গড়ে উঠা অসম্ভব। এবং জনগণের সহযোগিতা ও নেক দোওয়া থাকলে আল্লাহ তায়ালা এই কাজ কে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। এবং অবশেষে ঘোষণা করেন আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৫ শনিবার মাদরাসার আজিমুশশান দস্তারবন্দী জলসা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।এই ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে মাদ্রাসার সমস্ত শিক্ষক ও ছাত্র গন রাত দিন পরিশ্রম করে। বিশেষ করে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মাহবুবুর রহমান কাসেমী সাহেব ও নাজিমে তালিমাত মৌলানা গোলাম মর্তুজা কাসেমী সাহেব ও মাস্টার ইস্রাফিল সাহেবের অবদান অতুলনীয়। অবশেষে মুফতি সাইফুল্লাহ কাসেমী সাহেব দোওয়া করেন এবং অনুস্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।