আরামবাগে সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্প্রীতি সভা

নুর মোহাম্মদ খান, আরামবাগ : হুগলির আরামবাগে শুক্রবার সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদোগে একটি সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় । সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ,‌ সম্প্রীতির বজায় রাখার লক্ষ্যে এই আলোচনা বলে জানা গেছে । উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওযাযেজুল হক , পুবের কলম পত্রিকার সম্পাদক তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ আহমদ হাসান ইমরান , সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমের সদস্য তথা পুরশুডা প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান , আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী । রাজ্যের আন এডেড মাদ্রাসার শিক্ষক সংগঠনের নেতা মাওলানা কাজী মিরাজুল ইসলাম, হুগলি জেলার বুদ্ধিজীবী মঞ্চের দায়িত্ব প্রাপ্ত যুব নেতা আবরার সাঈদী ,আরামবাগের বুদ্ধিজীবী মঞ্চের নাজির চৌধুরী সহ সমাজের বিশিষ্টজনেরা।অধ্যাপক ওয়ায়েজুল হক বলেন “তৃনমুল কংগ্রেসের সভা করতে আসিনি‌ , আমরা বুদ্ধিজীবী মঞ্চের সকলে সমাজের অসহায় দুঃস্থ নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এসেছি ,ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে , সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার কথা বলেন। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই বাংলা সম্প্রীতির বাংলা, এখানে সব ধর্মের মানুষের বসবাস আমরা একে অপরের সঙ্গে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি। তিনি এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন।’এছাড়া ও বক্তব্য রাখেন কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান ,পুরশুডা প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী,সহ অন্যান্য বুদ্ধিজীবী মঞ্চের নেতৃবৃন্দ ।সকলেই বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব। সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ যেভাবে মানুষের জন্য কাজ করছে তাঁর প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। সারা রাজ্য জুড়ে সব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। সংগঠনের এই উদোগকে সকলেই সাধুবাদ জানান ।