আরামবাগে সংখ্যালঘু সেলের রক্তদান শিবির

আজাহার উদ্দিন : হুগলির আরামবাগ শহর রবীন্দ্র ভবনে সংখ্যালঘু সেলের উদোগে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। রাখী বন্ধন উৎসব পালন করা হল। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ রহিম নবি, সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি সেলিমা মল্লিক, সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন কুমার নন্দী,প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা,আরামবাগ শহর সংখ্যালঘু সেলের টাউন সভাপতি সেখ রিয়াজুল (বাবলু),অন্যান্য সংখ্যালঘু সেলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে রক্তদান শিবির এর গুরুত্ব তুলে ধরেন রক্তদান মানে জীবন দান একফোটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে,এছাড়াও আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়নের বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। সংখ্যালঘু সেলকে আর ও ভালভাবে কাজ করার কথা বলেন জেলা সভাপতি সৈয়দ রহিম নবি। দুয়ারে সরকার চলছে সেখান থেকে সমস্ত মানুষ সরকারি পরিষেবা পাবে সংখ্যালঘু সেলের নেতৃত্বদের সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দেন।এদিন ১০০ জন রক্তদান করেন ও ১০০জন কে বস্ত্র বিতরণ করা হয়।আরামবাগ সংখ্যালঘু সেলের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান