|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলির আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস উদোগে গডবাডী থেকে সুধানীল সিনেমা হল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও কৃষক বিরোধী বিল এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা র সাংসদ অপরূপা পোদ্দার,আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা,জেলা পরিষদ সদস্য শিশির সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাডা সহ তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।সাংসদ অপরূপা পোদ্দার বলেন বিজেপি সরকার জনবিরোধী নীতির বিরুদ্ধে ও কৃষক বিরোধী বিল এর বিরুদ্ধে সারা রাজ্যে প্রতিবাদ মিছিল হচ্ছে, গরীব মেহনতি মানুষ এই বিল পাশ করার ফলে অনেক কৃষক আত্মহত্যা করেছে তার কোন হিসেব নেই বিজেপি সরকার কাছে।আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক শ্রমিক দের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন এবং বিভিন্ন প্রকল্প এনে কৃষকদের সুযোগ সুবিধা করে এদিন প্রচুর মানুষ মিছিলে পা মেলান ।