|
---|
আজহারউদ্দিন : হুগলির আরামবাগের হসপিটাল মোড়ে মাননীয়া মুখমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের বকেয়া পাওনা জি এস টি ,আমফান সহ বিভিন্ন করের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, আরামবাগ পুরসভার প্রাক্তন রাজেশ চৌধুরী, হুগলি জেলা যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমাম ওরফে মহারাজ, আবদুস সেলিম,সেখ বেলাল সহ স্থানীয় তৃণমূল ও নেতৃত্ব কর্মীবৃনদ। সকল নেতৃত্ব বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন এবং সমালোচনা করেন বিজেপি ধর্মীয় মেরুকরণ করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে বিজেপি খুনের রাজনীতি শুরু করেছে মানুষ এর জবাব দিবে এদের প্ররোচনায পা দেবেন না ,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সাথে সর্বদা আছেন ।এদিন বিজেপি ছেড়ে প্রচুর মানুষ তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান ।