|
---|
আরামবাগ থানার পারাবাগনান এডুকেশনাল সোসাইটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও ২০১৯ সালের এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরিক্ষায় স্টার পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধক্ষ্য বিজয় কৃষ্ণ ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক উত্তম অধিকারী। তিনি বর্তমান পরিস্থিতির নিরিখে মনিষীদের বানীর উদ্ধৃতি দিয়ে মূল্যবোধের উপর এক বিশেষ আলোচনা রাখেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আরামবাগ আল আলম মিশনের কর্নধার তথা সম্পাদক আলহাজ্ব সেখ বদরুল আলম সিদ্দিকী সাহেব তিনিও এই সংবর্ধনা সভা গুরুত্ব বিশেষ ভাবে আলোকপাত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক প্রণব কুমার দালাল, সমাজসেবী চয়ন আহম্মেদ, সেখ আসগর ইমাম সহ এলাকার বিভিন্ন স্তরের গুণীজনেরা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব সেখ হাসান ইমাম।