অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা : রেডিও শ্রোতা সংগঠন মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের আয়োজনে রবিবার ১৪ জুলাই কান্দির হাজারপুর নবগ্রাম এ অরণ্য সপ্তাহ ও বনমহোৎসব উপলক্ষে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি ও স্থানীয় নবগ্রাম সাধারণ পাঠাগারে পরিবেশ সচেতনতা ও রেডিও র প্রচার প্রসার মূলক আলোচনা সভা ও বেতার বিষয়ক প্রদর্শনী।

    জেলার বিভিন্ন প্রান্তের বেতার শ্রোতা ও এলাকার স্থানীয় মানুষজন মিলিত হয়ে এলাকার বিভিন্ন জায়গায় যেমন পার্ক, স্কুল, রাস্তার ধারে, স্থানীয় মানুষজনের জায়গায় বিভিন্ন ধরনের গাছ যেমন আম, জাম, লেবু ,কাঁঠাল মেহগিনি, আকাশমনি, সেগুন, অর্জুন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, দেবদারু ইত্যাদি ১০০ টি চারাগাছ রোপন করা হয়। সংস্থার দুজন শ্রোতাবন্ধু বিশ্বনাথ মন্ডল ও মানসী বড়াল তাদের পিতা-মাতার স্মৃতির উদ্দেশ্যে দুটি করে বৃক্ষরোপন করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও প্রাক্তন শিশু বিজ্ঞানী রামচন্দ্র দত্ত যিনি বেশ কিছু গাছ দান করেন পাশাপাশি বর্তমান পরিবেশে বৃক্ষরোপণের গুরুত্ব নানান কার্যকরী দিক নিয়ে আলোকপাত করেন।

    সমাজকর্মী মতিউর রহমান বৃক্ষরোপনের পাশাপাশি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা হলে সাহায্যের কথা জানান।

    মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সভাপতি আব্দুল হাদি, সহ সভাপতি বিশ্বনাথ মন্ডল, সহ সম্পাদক কাশীনাথ মন্ডল, সহ কনভেনর বাবুরাম মন্ডল, সদস্য রফিকুল ইসলাম ,আরিফ হোসেন, বিজ্ঞানকর্মী সৌমেন বিশ্বাস, মানসী বড়াল, সমাজকর্মী কালিপদ হাজরা, স্বরসতী অধিকারী, অলক কুমার সাহা, নজরুল ইসলাম,শিক্ষক শফিউল ইসলাম প্রমুখেরা পরিবেশ ও সমাজ সচেতনতা ও রেডিও অনুষ্ঠান শোনার ব্যাপারে আলোচনা ও বিভিন্ন বার্তা তুলে ধরেন।

    সম্পাদক শিবেন্দু পাল বলেন ২০১৯ সালে বেশ কিছু বেতার প্রেমী মানুষ মিলিত হয়ে গড়ে ওঠে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার। বর্তমান ডিজিটাল যুগে বেতারের গুরুত্ব ও বেতার অনুষ্ঠান মানুষের মাঝে জনপ্রিয় করে তোলার জন্য আমরা বিশ্ব বেতার দিবস ১৩ই ফেব্রুয়ারি , বেতার শ্রোতা সম্মেলন, বেতার বিষয়ক পত্রিকা বেতার ভূবন প্রকাশ, বইমেলায় বেতার বিষয়ক স্টল, বেতার বিষয়ক প্রদর্শনী, রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পাশাপাশি হ্যাম রেডিও ও ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালার আয়োজন করা হয়, আমরা একটা রেডিও সংগ্রহশালা তৈরি করতে চলেছি।
    অরণ্য সপ্তাহ(১৪-২০ জুলাই) ও বনমহোৎসব উপলক্ষে এ বছর বনদপ্তর থেকে আমরা গাছ সংগ্রহ করি ও পাশাপাশি সমাজকর্মী রামচন্দ্র দত্ত আমাদের বেশ কিছু গাছ দিয়েছেন। সংস্থার সহ-সম্পাদক কাশীনাথ মন্ডল এর ও স্থানীয় মানুষজনের ঐকান্তিক প্রচেষ্টায় ১০০টি গাছ কান্দির হাজারপুর নবগ্রাম অঞ্চলে রোপন করা হল। পাশাপাশি হাজারপুর নবগ্রাম সাধারণ পাঠাগারে একটি আলোচনা সভা ও বেতার বিষয়ক প্রদর্শনী করা হয়। আগামীতে জেলার বিভিন্ন প্রান্তে আরো গাছ রোপন করা হবে।
    গাছ লাগান, গাছ বাঁচান
    গাছ লাগান, পরিবেশ বাঁচান
    গাছ লাগান, প্রাণ বাঁচান।

    এবং বেতার শুনুন, বেতারকে ভালবাসুন।

    শিবেন্দু পাল
    সম্পাদক
    মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার
    বহরমপুর, মুর্শিদাবাদ
    9434858497