অরণ্য সপ্তাহ পালিত হলো পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের মসজিদপুর প্রাথমিক বিদ্যালয়ে।

মহ. আজহারউদ্দিন : বিদ্যালয়ের প্রথম শিক্ষক আনোয়ারুল বারির উদ্যোগে গাছ গ্রুপের সহযোগিতায় অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ রোপন ও বিতরণ করা হল বৃহস্পতিবার।
সকালে গাছ লাগিয়ে যাতে গাছটিকে যত্ন সহকারে বড় করে তোলেন সেই বার্তা দিতে একটি পদযাত্রা করা হয়। বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপনের পাশাপাশি অতিথি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি লেখাপড়া ও বৃক্ষ রোপনের উৎসাহ দিতে মসজিদপুর গ্রামে ২০২৪ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল অতিথি ও গ্রামবাসীরা।
উপস্থিত ছিলেন রায়না ৪ চক্রের এডুকেশন সুপারভাইজার শরৎ কোলে,গাছ গ্রুপের সদস্যা তথা গয়েশপুর এস.এ.এইচ গার্লস হাই মাদ্রাসার সহ শিক্ষিকা তথা গাছ গ্রুপের সদস্যা রোজিনা পারভিন,গয়েশপুর এস.এ.এইচ গার্লস হাই মাদ্রাসার ভূগোলের শিক্ষিকা সফিউন্নিসা খাতুন, মসজিদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল বারি, সহশিক্ষক জুনদুল্লাহ ও পল্টু খাণ্ডাইত সহ অন্যান্যরা।