সরকার কড়াকড়িভাবে লকডাউন ঘোষণা করলেও তাতে কি সাধারণ মানুষ মানছে?

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: রাজ্য সরকার ঘোষিত মত লকডাউন শুরু হতেই প্রথম দিন বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো করোনা সংক্রমণ ঢুকতে সরকার কড়াকড়িভাবে লকডাউন ঘোষণা করলেও তাতে কি সাধারণ মানুষ মানছে!

    নদীয়া জেলার বিভিন্ন সবজি বাজারের ভিড় ছিল চোখে পড়ার মতো মাত্র তিন ঘন্টার মধ্যে সমস্ত মাল কেনা খুলতে হবে সেই কারণে বাজারে একটু তো ভিড় হবেই ব্যবসাদারদের একাউন্ট ফর্মত কয়েক ঘন্টার ভিতরে সমস্ত কাঁচামাল বিক্রি করে দিতে হবে বিক্রয় করতে হবে।স্বল্প সময়ের কারণে অন্তিমলগ্নে কাঁচা আনাজ, মাছ লসে বেচে দিতে হচ্ছে বিক্রেতাদের দিনের মধ্যে দুবার নয় এখন থেকে বাজার খোলা শুধুমাত্র সকাল৭ টা থেকে ১০ টা পর্যন্ত। কাঁচা সব্জি বিক্রেতা জানান আড়ৎ থেকে মাল নিয়ে এসে দোকান গোছাতে গোছাতে আটটা বেজে যায় থাকল মাত্র ২ঘন্টা বাকি ৫ ঘন্টা ধরে যেটা বিক্রি করতাম, তা দু’ঘণ্টার মধ্যে বেচাকেনা করতে হলে বাজারে ভিড় তো আরো বাড়বেই কাঁচামাল রাখা যাবে না একদম অন্তিম লগ্নে যে পরিমাণ লসে দিয়ে দিতে হচ্ছে, তা সকাল থেকে উপার্জনও হয়নি। মাছ বিক্রেতাদেরও একই কথা। অন্যদিকে বাজার করতে আসা ক্রেতারা প্রয়োজনাতিরিক্ত বাজার করছেন না প্রতিদিন খোলা থাকবে বলে। তাই প্রতিদিনই সকালে এ দৃশ্য দেখা যাবে বলেই মনে করছেন একশ্রেণীর সচেতন ক্রেতারা। আম লিচু তালশাঁস বা এসময়ের যেকোনো ফল বিক্রেতারা, গাছের ফল পেড়ে তা বাজারে নিয়ে আসার সময় পাবে না সকাল দশটার মধ্যে। তাহলে তারা বিক্রি করবে কোথায় এ প্রশ্নও উঠছে ফল চাষীদের কাছ থেকে।