আরজিকর কান্ডে আইনজীবীদের প্রতিবাদ

পারিজাত মোল্লা : আর. জি. কর হাসপাতালের জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনে প্রকৃত বিচারের দাবিতে ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ’ কলকাতা হাইকোর্ট ও আলিপুর কোর্ট ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার আইনজীবীদের একটি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। এদিন দুপুর ১ টায় হাইকোর্ট বি গেটের সামনে। অন্যটি হয় সাড়ে ৩ টায় আলিপুর জজ কোর্টের সামনে। প্রচুর আইনজীবীর উপস্থিতিতে এই প্রতিবাদ কর্মসূচি চলে। উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আলিপুর কোর্টের বিশিষ্ট আইনজীবীবৃন্দ। সংগঠনের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেন ‘ -“যখনই এমন কোনো নৃশংস ও ন্যাক্কারজনক ঘটনা ঘটবে সমাজে তখনই আইনজীবীরা গর্জে উঠবে। আমার বিশ্বাস এই ঘটনায় সঞ্জয় ছাড়াও একাধিক ব্যক্তির উপস্থিতি থাকতে পারে। অতএব সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক।হয়তো আসল সত্য বেরিয়ে আসবে।”