প্রথমে আযান এর পরে বকরা ঈদকে উপলক্ষে করে গোহত্যা বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং

নতুন গতি নিউজ ডেস্ক: ক্রমশ সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক ইন্ধন মূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে বাংলায় বিজেপি নেতা-নেত্রীরা একযোগে সমস্ত ক্ষেত্রে সাম্প্রদায়িক একটি বাতাবরণ তৈরি করার চেষ্টা করে চলেছে সম্প্রীতি চোপড়ার নাবালিকা হত্যাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ইন্দন দেওয়ার চেষ্টা তার মধ্যেই অর্জুন সিং এর হত্যার মামলা সাম্প্রদায়িক এই বাতাবরণে অনুঘটকের কাজ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

    কিছুদিন আগে মসজিদ থেকে মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arujn Singh)। এর প্রেক্ষিতে বারাকপুরের সাংসদের বিরুদ্ধে পালটা মামলা করার হুমকিও দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (muslim rastriya mancha)। এবার আরও এককদম এগিয়ে বকরি ইদে পশুহত্যা বন্ধ করার জন্য জনস্বার্থ মামলা দায়ের করলেন অর্জুন সিং। আর কিছু দিন পরই বকরি ইদ। তার আগে এই মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ।

    এটাই প্রথমবার পশুহত্যার বিরুদ্ধে মামলা নয়। এর আগেও হাই কোর্টে এই মর্মে মামলা হয়েছে। ২০০৮ সালে প্রথম মামলা দায়ের হয়। তখন আদালত নির্দেশ দেয়, পশুহত্যার নিয়মাবলি মানতে হবে কুরবানি ইদের সময়। কসাইখানায় পশুদের নিয়ে যাওয়ার আগে সেগুলির পরীক্ষা করতে হবে। ২০১৯ সালে ফের এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ ছিল, পশুহত্যার নিয়ম কিছুই মানা হচ্ছে না রাজ্যে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট রাজ্যকে সব নিয়ম মেনে চলার নির্দেশ দেয়।