|
---|
নিজস্ব সংবাদদাতা: বীরভূম জেলা পুলিশের তৎপরতায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বেআইনি অস্ত্র সহ দুস্কৃতিকারীদের গ্রেফতার করে সাফল্য অর্জন অব্যাহত।সেই সাথে বেআইনি গত ভাবে কয়লা পাচার,বালি পাচার,গাঁজা,পোস্তর খোলা সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্ম রুখে দিবার ক্ষেত্রে জেলা পুলিশের ভূমিকা লক্ষনীয়।অনুরূপ ভাবে শুক্রবার রাত্রে ফের এক দুস্কৃতিকারীর কাছ থেকে তিনটি গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তাকে আটক করে সাফল্য অর্জন করেন বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ।
ঘটনার বিবরণে প্রকাশ,স্থানীয় থানা এলাকার সাহাপুর ফুটবল ময়দানে রাতের দিকে এক ব্যক্তির অপেক্ষা বা ঘোরাঘুরি দেখে সন্দেহ হতেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে।সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সন্তর্পণে উক্ত এলাকা ঘিরে অভিযানে নামতেই আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী পুলিশের জালে আটকে পড়ে। জানা যায় ঐ ব্যাক্তির নাম সেখ কবীর।পুলিশ ঘটনাস্থলেই তাঁর কাছ থেকে তিন রাউন্ড গুলি সহ একটি ওয়ান সার্টার পাইপ গান উদ্ধার এবং তাকে আটক করে । পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে সাহাপুর ফুটবল ময়দানের পাশে দাঁড়িয়ে ছিল ধৃত ব্যাক্তি। উল্লেখ্য,ধৃত সেখ কবীর আগেও নানান অসামাজিক কাজকর্মের সাথে জড়িত ছিল পুলিশের কাছে রিপোর্ট। শনিবার সদাইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।