|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : দেশের নিরাপত্তার স্বার্থে বাগডোগরায় ক্যাথেলিক চার্চের পথ ব্যারিকেড করে আটকে দিল সেনাবাহিনী । পথের ধারেই প্রার্থনা সারল হাজার হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রবিবার মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীরা চার্চে গিয়ে প্রার্থনা করেন । বাগডোগরায় ক্যাথেলিক চার্চে প্রায় ৫০ বছর ধরে প্রার্থনা করতে যান স্থানীয়রা । রবিবার তারা চার্চে যেতে গেলে দেখতে পান সেনাবাহিনী রাস্তাটি ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে ।সেনা বাহিনীর বক্তব্য দেশের নিরাপত্তার জন্য এই রাস্তা ব্যবহার করতে পারবে না সাধারণ মানুষ । যদিও রাস্তাটি সেনাবাহিনীর রাস্তা তবু এই পথ এত বছর ধরে ব্যবহার করে আসছিল সাধারণ মানুষ । এদিন তা বন্ধ করে দেওয়ায় তারা বাগডোগরা থানার দ্বারস্থ হন ।
স্থানীয়দের অভিযোগ থানা থেকে বলা হয় এটা কেন্দ্রীয়স রকারের বিষয় তারা কিছু করতে পারবে না । এরপরই এক এক করে হাজারের বেশি মানুষ জমায়েত হয়ে চার্চের প্রার্থনা দূর থেকেই রাস্তার ধারে করতে শুরু করেন । এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরী হয়েছে জনমানসে । ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী । এলাকাবাসীর অভিযোগ কেন্দ্রীয় সরকারের নির্দেশেই হচ্ছে এইসব কর্মকাণ্ড।কোনভাবেই কোন ধর্মীয় সমাবেশ বা মিছিলে সরকার হস্তক্ষেপ করতে পারেন না।আজ রাস্তায় খৃষ্টান ধর্মাবলম্বীদের রাস্তায় প্রার্থনা করতে দেখে ক্ষোভে ফেটে পড়েন হিন্দু ধর্মাবলম্বীরাও।কিকারনে এই পথ আটকানো তা নিয়ে একে অনেকে দোষারোপ করে যাচ্ছেন,সাধারন মানুষের কথা এইভাবে যদি কোন সমাবেশে বাধার সৃষ্টি করা হয় তবে তো দেশের সমাজিক অবস্থা বলতে আর কিছুই থাকবে না।
আজ সকালে খৃষ্টান ধর্মালম্বীরা যখন চার্চে আসছিলেন তখন তাদের পথ আটকে ব্যারিকেট করে দেয় বিএস এফ।কি কারনে এই বাধা তা নিয়ে বলতে চাননি বিএস এফ এর বড় বড় মাথাও।প্রচুর মানুষ এর পরে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ করালে থানা থেকে বলা হয় আমাদের কিছুই করবার নেই।এব্যাপারে আমরা কিছুই করতে পারবো না।এদিন সকাল থেকে চলা এই ঘটনায় থমকিয়ে যায় যান চলাচল,বহু মানুষ ঘুরে তাদের যাবার জায়গাতে পৌছান।এদিনের ঘটনার খবর পৌছায় শিলিগুড়ির বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার রঞ্জন সরকারের কাছে।তিনি জানান ঘটনা সন্মান্ধে আমি কিছুই জানি না,আমি দেখছি তারপরে যা করবার হয় করবো।