সিকিমে আটকে পড়া ১৫০০ পর্যটককে উদ্ধার করল সেনা

নতুন গতি ওয়েব ডেস্ক : সিকিমের নাথুলা পাসে বেড়াতে গিয়ে প্রচণ্ড তুষারপাতে আটকে পড়েছিলেন পর্যটকরা। ১৫০০ থেকে ১৭০০ পর্যটককে নিয়ে নাথু লা পাসের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল ৩০০টি গাড়ি। শুক্রবার বিকেল থেকে তীব্র তুষারপাত শুরু হয় সেখানে। খবর পেয়ে পর্যটকদের উদ্ধার করতে এগিয়ে আসে জওয়ানরা। প্রায় সারা রাত অভিযান চালিয়ে অবশেষে ১৫০০ পর্যটককে উদ্ধার করে আনে সেনা বাহিনী। তাঁদের মধ্যে মহিলা, প্রবীণ, শিশুরাও ছিল।

    শনিবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১,৫০০ পর্যটককে ইতিমধ্যেই উদ্ধার করেছেন সেনা জওয়ানরা। উদ্ধারকৃতদের মধ্যে ছিল নারী, শিশু এবং প্রবীণ ব্যক্তি সহ প্রায় ১,৫০০ যাত্রী। তাদের মধ্যে ৫৭০ জনকে ভারতীয় সেনা বাহিনীর অস্থায়ী শিবিরে থাকার ব্যবস্থা করা হয়েছে। এরপর তাঁদের গ্যাংটকে নিয়ে যাওয়া হবে।

    আটকা পড়া পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য, খাবার, আশ্রয়, গরম পোশাক এবং ওষুধ সহ ত্রাণ সরবরাহ করা হয়েছে। জওয়ানরা বুলডোজার দিয়ে পথের মধ্যে জমে থাকা বরফ সরিয়ে দেন। বরফ সরানোর কাজ শেষ হলে ফের যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পর্যটকদের ভোগান্তি পোহাতে হবে।

    আপাতত উদ্ধার হওয়া পর্যটকদের সেনা শিবিরেই কাটাতে হবে। তারপর রবিবার সকালে তাঁদের গন্তব্যে পৌছে দেওয়া হবে। উল্লেখ্য, উত্তর-পূর্ব সিকিমও ঢেকে গিয়েছে তুষারে। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। ফলে তুষারপাতও শুরু হয়েছে সিকিমে। সেই কারণেই বন্ধ হয়ে যায় রাস্তা।