নির্বিচারে ধ্বংস হতে চলেছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য

 

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ও বিশ্ব উষ্ণায়ন কে নিয়ন্ত্রণ রাখতে অধিক মাত্রায় ম্যানগ্রোভ প্রয়োজন। গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর শ্লোগান চারিদিকে মুখরিত হয়ে ওঠলে ও অসাধু ব্যবসায়ীরা নির্বিচারে গাছ কাঁটার মহাযজ্ঞে যে ভাবে সামিল হচ্ছেন অচিরে মানব জাতি বিশ্ব উষ্ণায়নের গ্রাসে অতল গহ্বরে হারিয়ে যেতে বসবে । বিশেষ করে সুন্দরবন লাগোয়া একের পর এক মাছের ভেড়ি তৈরি হওয়ায় জন্য কয়েক হেক্টর বনাঞ্চল ধ্বংস হচ্ছে। আর এই ভেড়িতে দীর্ঘ দিন ধরে জল জমে থাকায় লবণাম্বু উদ্ভিদ সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, বানি, হেতাল সহ বিভিন্ন প্রজাতির গাছ নিঃশেষ হয়ে যাচ্ছে । অধিক মাত্রায় জল জমে থাকায় গাছ বেশি দিন বেঁচে থাকতে পারে না। দক্ষিণ 24 পরগনা সুন্দরবন কুলতলীর গোপালগঞ্জ মৌজার গোরান কাটি কুলতলী বিট অফিসের নাকের ডগায় দিনের পর দিন ধরে নতুনভাবে গড়ে ওঠা অরণ্য ধ্বংস করা হচ্ছে। যেখানে ওয়াচম্যান নিয়োগ থাকা সত্বেও তাদের কোনো হেলদোল নেই। এলাকার সমাজকর্মীরা কুলতলী থানায় জানালে কুলতলী থানার আইসির সম্মিলিত প্রচেষ্টায় বাঁচানো গেল লক্ষ লক্ষ গাছ আর এই সুন্দর উদ্যোগে এলাকার মানুষ সাধুবাদ জানান। দাও ফিরে সে অরণ্য লও এ নগর। যেভাবে একের পর এক ধ্বংসলীলায় পরিণত হচ্ছে। আগামী প্রজন্মকে আমরা টিকিয়ে রাখতে পারব কি ? অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। পরিবেশ গবেষক দের মতে অচিরে সুন্দরবন যেভাবে ধ্বংস হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে আমরা হারিয়ে ফেলতে পারি সুন্দরবনকে । প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এই মুহূর্তে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে সূনদরবন কে এই আশায় বুক বেঁধে রইলাম।