|
---|
শিলিগুড়ি: কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরিক্ষা।দুবছর পরে আবার নিয়মিত ভাবে ইষ্কুলে হবে মাধ্যমিক পরিক্ষা।তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।কোথাও কোনরকমের হাঙ্গামা কিংবা আওয়াজ বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে জোরে জোরে বাজানোর উপরেও কঠোর নিষেধাজ্ঞা জারী করেছে পুলিশ।গতকাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি শহরের তিনটি এলাকায় জোরে বাজনা বাজানোর কারনে বাড়ির লোকেদের সতর্ক করে দিয়েছে পুলিশ।দুবছর পরে ইষ্কুলে আবার হচ্ছে মাধ্যমিক পরিক্ষা তাই বাড়তি সতর্ক অভিভাবকেরা।তারাও চাইছেন কোন রকমের ঝামেলা ছাড়া যেন পরিক্ষা শেষ হয়।এবারে প্রচণ্ড সতর্ক ইষ্কুলের দিদিমনি এবং শিক্ষকেরাও।দুবছর পরে যেন আমরা আমাদের জীবনটা ফিরে পেলাম,জানিয়ে দিলেন শিলিগুড়ি নেতাজী গার্লস ষ্কুলের শিক্ষিকা পৃথা সেন।
তিনি জানালেন এইভাবে বসে বসে যেমন ওদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছিলো তেমনি আমরাও একেবারেই ভেঙ্গে পড়েছিলাম,কারন শুধু টাকার সাথেই আমাদের সম্পর্ক নয় আমাদের ইষ্কুল আমাদের কাছে মন্দির এই দুবছর করোনা আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল,ফিরে পেয়েছি যথেষ্ট এটা।আমাদের এখন একটাই প্রার্থনা ভগবানের কাছে সব পরিক্ষা যেন ঠিকমত নিতে পারি আমরা।এদিকে জেলা সভাপতি পাপিয়া ঘোষ অভিনন্দন জানিয়েছেন সমস্ত ছাত্রছাত্রীদের তিনি জানিয়েছেন ওদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি ভগবানের কাছে,আর আমার আর্শীবাদ থাকল ওদের সাথে।অভিনন্দন জানিয়েছেন গৌতম দেবও।তিনিও জানিয়েছেন আমরা এবং আমাদের দল পাশে থাকবে যেকোন দরকারে।