|
---|
নিজস্ব সংবাদদাতা: সামনে দুর্গাপূজা, তার আগে শিলিগুড়ি ভেঙে যাওয়া রাস্তা ঘাট গুলিকে মেরামতি করার ব্যাপারে উদ্যোগী শিলিগুড়ি পুরো নিগম।এদিন তিন নম্বর বোরো কার্যালয় এ বোরো চেয়ারম্যান মিলি সিনহা ও ওই বরোর অন্তর্গত কাউন্সিলরদের সাথে বৈঠক করেন গৌতম দেব।
গৌতম দেব এই বিষয় জানান, অনেক জায়গায় রাস্তার লাইট ভেঙে গিয়েছে, এছাড়া বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙ্গে গিয়েছে। তাই পূজার আগে সব কিছুর মেরামতি করা হবে। ভালো করে সাজিয়ে তোলা হবে শিলিগুড়িকে।