|
---|
আজিম,শেখ,নতুন গতি, রামপুরহাট, বীরভূম : ১৪/০৯/২০১৯ নানুরে দলীয় নেতা স্বরূপ গড়াই এর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের দপ্তরের সামনে ধরনায় বসেছিল বিজেপি৷
আটদিনের মাথায় সেই ধরনা তুলে দিল পুলিশ ৷ আটক করা হয়েছে দলের জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল সহ একাধিক BJP কর্মীকে ৷
৬ সেপ্টেম্বর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে নানুরের রামকৃষ্ণপুরে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে বচসা বাধে ৷ তারপর শুরু হয় সংঘর্ষ । চলে বোমাবাজি ৷ গুলিবিদ্ধ হন স্থানীয় BJP কর্মী স্বরূপ গড়াই ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ ঘটনায় তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ ১১জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ৭ সেপ্টেম্বর থেকে বীরভূমের পুলিশ সুপারের দপ্তরের সামনে ধরনায় বসে BJP ৷ এতদিন পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ ইতিমধ্যে সোমবার কলকাতায় মৃত্যু হয় স্বরূপের ৷
আজ সকালে সেখানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পালের নেতৃত্বে সিউড়ি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স আসে ৷ তুলে দেওয়া হয় ধরনা ৷
পুলিশের দাবি, পুলিশ সুপারের দপ্তরের ২০০মিটারের মধ্যে ১৪৪ধারা জারি থাকে ৷ সেজন্য তুলে দেওয়া হয়েছে ধরনা ৷ যদিও BJP নেতাদের একাংশের বক্তব্য, সারা বছরই তো সেখানে ১৪৪ ধারা জারি থাকে ৷ তাহলে আটদিনের মাথায় হঠাৎ আজই কেন পুলিশ তৎপর হল ? এব্যাপারে অবশ্য মুখ খুলতে চায়নি পুলিশ ৷
এদিকে, আজ ধরনা মঞ্চে আসছিলেন স্বরূপবাবুর স্ত্রী ৷ অভিযোগ, তাঁকে সিয়ান গ্রামের কাছে আটকে দেওয়া হয় ৷ এরপর শান্তিনিকেতন থানায় যান তিনি ৷ পরে পুলিশি নিরাপত্তায় তাঁকে গ্রামে ফেরানো হয় ৷