আগমনী ফটোশুট হলো মেদিনীপুরের ফটোগ্রাফার এসোসিয়েশন অফ মেদিনীপুর (পাম) এর উদ‍্যোগে

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ফটোগ্রাফার এসোসিয়েশন অফ মেদিনীপুর বা পামের পক্ষ থেকে রবিবার বিকেলে অনুষ্ঠিত হলো আগমনী ফটো শুট ২০২০। মেদিনীপুর শহরের রাঙামাটির রেলব্রীজ ও সূর্যাস্তের হাটের আশেপাশে এলাকায় ফটো শুট করা হয়। এই ফটোশুটে সংস্থার সমস্ত সদস্যরা উপস্থিত থেকে আগমনী থিমের উপর নানান আঙ্গিকে ফটোশুট করেন।

    পামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফটোশুটে ১০জন মডেল অংশগ্রহণ করেন। এই ফটোশুটে মেদিনীপুরের পরিচিত ফটোগ্রাফাররা তথা পামের সদস‍্যরা উপস্থিত থেকে ফটো শুট করেন।

    আগমনী থিমের উপর তৈরি বিভিন্ন মুহূর্ত গুলোকে ক‍্যমেরা ও মোবাইল বন্দী করতে পামের পক্ষে উপস্থিত ছিলেন গৌতম দেব, আজহারুল পাঠান, কৌশিক পাল, সাত‍্যকী দাশ মহাপাত্র, বিশ্বজিৎ মন্ডল, নিশীথ দাশ, প্রসূন দে, নরসিংহ দাস, মণিকাঞ্চণ রায়, ইন্দ্রদীপ সিনহা,পরিচয় সামন্ত,মানস কর্মকার,তন্ময় রানবাজ প্রমুখ।

    সংস্থার এক অন্যতম কর্তা বলেন, করোনা আবহে মধ্যে মাস দেড়েক পরে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা কেমন ভাবে উদযাপন হবে সে নিয়ে নানা চিন্তার মাঝেই আগমনীর সুর বেঁধে দিতে এগিয়ে এলো আমাদের সংস্থা পাম।