আট দফা দাবীতে গলসি বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম

আজিজুর রহমান, গলসি : বিভিন্ন দাবীতে গলসি ২ বিডিও অফিসে ডেপুটেশন দিল সিপিআইএম গলসি ২ এরিয়া কমিটি। এদিন গলসির পশ্চিম বাস স্টান্ড থেকে একটি মিছিল করে ডেপুটেশন দিতে আসেন তারা। মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা বিডিও অফিসের ভিতরে ঢুকতে গেলে প্রবল উত্তেজনা দেখা যায়। এরপরই নয় জনের একটি প্রতিনিধি দল বিডিও অফিসের ভিতরে যান। তাদের দাবী ১০০ দিনের কাজ চালু করতে হবে। অবিলম্বে ১০০ দিনের কাজের বকেয়া মজুরী দিতে হবে। তাছাড়া জমির পাট্টা প্রাপকদের কমপিউটার পর্চা ও দলিল দিতে হবে। এর সাথে সাথে যে সমস্ত গরীব মানুষের জব কার্ড নাই তাদের জব কার্ড দিতে হবে। এবং প্রকৃত গরীব মানুষ যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পায়, তা নিশ্চিত করতে হবে। তাছাড়া সমস্ত বিধবা মহিলা ও বয়স্ক মানুষদের ভাতার ব্যবস্থা করতে হবে। এর সাথে সাথে গ্রাম সংসদ সভা করে পঞ্চায়েতের কাজের হিসাব মানুষকে জানাতে হবে। এবং পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজে দুর্নীতি বনধ করতে হবে। এদিকে বিডিও অফিসের বাইরে একটি সংক্ষিপ্ত পথসভা হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন, গলসি ২ এড়িয়া কমিটির সম্পাদক জাফর কাজী, গলসি ২ ব্লক কমিটি সম্পাদক সাইফুল হক, শিক্ষক নেতা শিশির কেশ, শ্রমিক নেতা মুস্তাক হোসেন সহ দলীয় নেতারা। গলসিতে বামেদের এদিনের মিছিল বেশই মানুষের সমাগম দেখা যায়।