|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১১ই মে, ২০২২ বুধবাসরীয় সন্ধ্যায় দক্ষিণ কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে দ্বারদঘাটন হল ‘সংহিতা’ চিত্র প্রদর্শনীর। মূলত বাছাই করা ১১জন চিত্র শিল্পীর অঙ্কন ও আলোকচিত্র নিয়ে শুরু হলো এই প্রদর্শনী।
উদ্বোধনী দীপ প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী বাদল পাল, চিত্রশিল্পী দেবব্রত চক্রবর্তী, চিত্রশিল্পী সুজিত কুমার ঘোষ, চিত্রশিল্পী সুব্রত দাস, চিত্রশিল্পী সুকান্ত দাস, অবসরপ্রাপ্ত পুলিশকর্তা শিবাজী ঘোষ, ও প্রবীণ স্বনামধন্য চিত্রশিল্পী জয়ন্ত ভৌমিক। তাঁদের উপস্থিতিতে এই প্রদর্শনীর শুভসূচনা হয়।
উক্ত প্রদর্শনীতে যে যে শিল্পীর অঙ্কন ও আলোকচিত্র রয়েছে তারা হলেন শিল্পী সুমন্ত ভৌমিক, শিল্পী সমীর চন্দ, শিল্পী সুমিতা বিশ্বাস, শিল্পী রাসশ্রী মাজি, শিল্পী অপরাজিতা ব্রহ্ম, শিল্পী অভিজিৎ দাস, শিল্পী দেবব্রত ব্যানার্জী, শিল্পী শ্রাবণী চাকলাদার ঘোষ, শিল্পী ধনঞ্জয় কর্মকার, শিল্পী সুপর্ণা মুখার্জী ও আলোকচিত্রকার রাজদীপ দাস। প্রদর্শনী চলবে ১৭ই মে, ২০২২ বেলা ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত।