মোদির জন্মদিনে শিল্পী সংসদের মলয় সাহা কে সংবর্ধনা ও পুরস্কৃত করলো আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম

নিজস্ব প্রতিনিধি : সংস্কৃতি জগতে অসামান্য অবদানের জন্য মালদা শিল্পী সংসদের সদস্যদের সম্মান ও পুরস্কৃত করা হল। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মালদা শহরের আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম রবিবার শহরের বিভিন্ন গুনীজন ও জ্ঞানীগুনী শিল্পী নাগরিক ব্যক্তিদের সংবর্ধনা ও সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে শহরের মালদা কলেজ অডিটোরিয়ামে । মুলত বিজেপি নেত্রী শ্রী রুপা মিত্রের উদ্যোগ ও উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    শিল্পী সংসদের কর্ণধার মলয় সাহার হাতে মানপত্র ও স্মারকলিপি প্রদান করা হয়। এই পুরস্কার প্রদান করে শ্রী রুপা মিত্র । তিনি জানান মালদা জেলের সংস্কৃতির ধারক ও বাহখের ভূমিকায় মলয় সাহা । তিনি যেভাবে এই জেলার সংস্কৃতিকে ধরে রেখেছেন তা তুলনাহীন । তাই মলয়বাবুকে পুরস্কৃত করতে পেরে তিনি ধন্য হয়েছেন ।এছাড়াও এদিন আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম মালদা ডিস্ট্রিক্ট ফিজিক্যাল এন্ড ক্যালচারাল এশোশিয়েশানের সদস্য , কুতুবপুর গম্ভীরা দল , রেডক্রস সোসাইটি, ও ইনারহুইল ক্লাব ও বিশিষ্ট শিক্ষক ও শিল্পী উৎপল গুনকে বিশেষ সম্মানে সম্মানিত ও সংবর্ধিত করেন ।

    বিজেপি নেত্রী শ্রী রুপা মিত্র জানান ,”প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তাতে অদূর ভবিষ্যতে এই দেশ গোটা পৃথিবী কে নেতৃত্ব পথ দেখাবে ।তার চিন্তা ভাবনা ভারতবর্ষের প্রতিটি কোনে পদ্ধতিতে এই উদ্যোগ নিয়েছে আর্টিস্ট এন্ড সিটিজেন ফোরাম। তাদের এই উদ্যোগ কে আমি সবরকম ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছি ।”