কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে মহানায়ককে শ্রদ্ধা জানালেন শিল্পী নরসিংহ দাস

সংবাদদাতা, মেদিনীপুর* বাঙালির নয়নের মণি মহানায়ক উত্তম কুমারের প্রয়ান দিবস ছিল শুক্রবার। করোনা আবহের মধ্যেই বিভিন্ন ভাবে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা নিবেদন করে হয়েছে নানা পোস্ট। এদিন কালোজিরা দিয়ে মহানায়কের প্রতিকৃতির স্কেচ বানিয়ে সবার নজর কাড়লেন মেদিনীপুর নিবাসী শিক্ষক শিল্পী নরসিংহ দাস। তিনি কালোজিরা দিয়ে উত্তমকুমারের প্রতিকৃতি আঁকেন এবং সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিতে উত্তম অনুরাগীরা যেমন শ্রদ্ধা জানিয়েছেন তেমনি নরসিংহ বাবুর শৈল্পিক ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন।
উল্লেখ্য বিভিন্ন ব্যক্তি ও ঘটনা নিয়ে নরসিংহবাবু এভাবেই তাঁর অনুভূতি প্রকাশ করেন। তিনি কালোজিরা, শাকসবজি, লতাপাতা, মুসুর ডাল, দেশলাই কাঠি, পেরেক সহ নানা বিষয় নিয়ে ছবির স্কেচ তৈরি করে থাকেন।