কালো জিরে দিয়ে রথযাত্রার ছবি ফুটিয়ে তুললেন শিল্পী শিক্ষক নরসিংহ দাস

সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর:বিশ্বজোড়া মহামারী করোনা প্রভাব ফেললো এবারের রথযাত্রায়। করোনার কারণে দেশের কিছু ক্ষেত্র বাদ দিয়ে রথের চাকা এবারে গড়ায়নি। রথের চাকা এই না গড়ানো এবং সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ দর্শনের বিষয়টিকে নিজের শিল্প সৃষ্টি দিয়ে তুলে ধরে রথযাত্রার শুভেচ্ছা জানালেন শিল্পী নরসিংহ দাস। পেশায় তিনি একজন শিক্ষক। কেশপুর ব্লকের মহিষাগেড়্যা হাই মাদ্রাসার শিক্ষক তিনি।

    পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা নরসিংহ দাস কালো জিরে,পেরেক, মসুর ডাল , দেশলাই কাঠি দিয়ে করোনা পরিস্থিতিতে রথযাত্রার চাকা না গড়ানোর চিত্র তুলে ধরেন। সেই চিত্রতে দেখা যাচ্ছে, না গড়িয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে রথের চাকা আর দূর থেকে তিনজন দেবদেবী কে প্রণাম করছেন ভক্তবৃন্দ।ওড়িশার পুরীর বিখ্যাত রথযাত্রার কথা মাথায় রেখে নরসিংহ বাবু সেই শিল্প কর্মের একপাশে ওড়িয়া হরফে লিখে দিয়েছেন “পবিত্র রথযাত্রা”। নরসিংহ বাবুর এই রকম শিল্পীর কারুকার্য্যকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা।

    উল্লেখ্য, শিল্পী নরসিংহ দাস আগেও অনেক
    বর্তমান পরিস্থিতির ওপর বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন। কাগজে ছবি আঁকার পাশাপাশি তিনি কখনো শাক-সব্জি দিয়ে , কখনো লতাপাতা দিয়ে, কখনো দেশলাই কাঠি দিয়ে, কখনও কালো জিরে দিয়ে, কখনো মুসুর ডাল দিয়ে,কখনো পেরেক দিয়ে কখনও বা অন্য কিছু দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন। এইভাবেই তিনি বিভিন্ন ব্যক্তিকে যেমন শ্রদ্ধা জানান, তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে নিজের শিল্প সৃষ্টি তুলে ধরেন।