মেদিনীপুরে রেড ভলান্টিয়ারদের পাশে শিল্পীরা, শিক্ষকরা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে যখন গোটা দেশ কম্পমান,তখন গোটা বাংলা জুড়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ছুটে বেড়াচ্ছেন বামপন্থী ছাত্র-যুবদের নেতৃত্বাধীন রেড ভলান্টিয়াররা। মেদিনীপুর শহর সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশেও কাজ করছেন রেড ভলান্টিয়াররা। এবার মেদিনীপুর শহরের রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়িয়ে এগিয়ে এলেন শিল্পীরা এবং শিক্ষকরা।

    শনিবার মেদিনীপুর শহর রেড ভলেন্টিয়ার দের হাতে ভারতীয় গণনাট্য সংঘের মেদিনীপুরের ক্রান্তিক শাখার পক্ষ থেকে সুরক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী হিসেবে প্রায় সতেরো হাজার টাকা মূল্যের পিপি কিট, স্যানিটাইজার, ফেস শিল্ড, সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইড্রোজেন-পার -আক্সাইড সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। অলিগঞ্জে সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির অফিস প্রাঙ্গণে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায়, কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য প্রমুখ সিপিআইএম নেতৃত্ব।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণনাট্য সংঘের জেলা সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, জেলা সহ সম্পাদক রবি বসু। গণনাট্য সংঘের ক্রান্তিক শাখার পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ রায়,মোম চক্রবর্তী, প্রবীর দেবনাথ, দীপঙ্কর শীট, অংশুলা কর সহ অন্যান্যরা। অন্যদিকে এদিনই শিক্ষক সংগঠন এবিটিএ-এর কেশপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে এবিটিএ জেলা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে রেড ভলান্টিয়ারদের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়। পাশাপাশি শুক্রবার বিকেলে এবিটিএ মেদিনীপুর গ্রামীণ জোনাল কমিটির অন্তর্গত এবিটিএ গুড়গুড়িপাল হাইস্কুল ইউনিটের পক্ষ থেকে রেড ভলেন্টিয়ারদের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়। শিক্ষকদের এই দুই কর্মসূচিতে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন গুড়গুড়িপাল হাইস্কুলের প্রধান শিক্ষক গৌতম ভৌমিক, এবিটিএ জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, মহাকুমা সম্পাদক জগন্নাথ খান,এবিটিএ নেতৃত্ব সুরেশ‌ পড়িয়া,শক্তিপ্রসাদ মিত্র, বিষ্ণুপদ দে,পল্লব সরকার, গৌরীশংকর সাহু,শ্যামল ঘোষ,প্রণব হড়, অভিষেক দে,প্রবীর হড় সহ অন্যান্যরা।রেড ভলান্টিয়ারদের পক্ষে এই কর্মসূচি গুলিতে উপস্থিত ছিলেন সুব্রত,মানস, রাহুল,মৃণাভ, নীলোৎপলসহ অন্যান্যরা।