|
---|
জলপাইগুড়ি: দুই দিন পর সরস্বতী পূজা, আর ঠিক তার আগে ঠাকুরের বাহার নিয়ে বাজারে বসছেন বিক্রেতারা। জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুরের বাহার নিয়ে রাস্তায় দুপাশে বসেছে মৃৎ শিল্পীরা। দুই দিন পর বিদ্যার দেবীর পুজো। বিদ্যার দেবীর পুজোর আগে খুলছে স্কুল কলেজ, আর এতেই খুশি মৃৎশিল্পীরা। প্রতিটি স্কুল০কলেজে পূজা হবে ফলে তাদের বিক্রয় বাড়বে বলে আশা করছেন তারা।
এবার বাজারে বিভিন্ন ধরনের ঠাকুর নিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। তার মধ্যে ভারতমাতা, নটরাজ বিভিন্ন আকারের ঠাকুরের বাহার রয়েছে।দুবছর করোনার মধ্যে একেবারেই বিক্রি হয় নি সরস্বতী ঠাকুরের মুর্তি।তাই এবারে ইষ্কুল খুলে যাওয়ায় আশায় বুক বেধেছেন মুর্তি বিক্রেতারা।এবারে ঠিক পূজোর আগেই খুলে যাচ্ছে ইষ্কুল তাই বিক্রেতারা আশা করছেন এবারের বিক্রি গত দুবছরের বিক্রিকে ছাপিয়ে যাবে।বিশেষ করে ইষ্কুল খুলে যাওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিক্রির হার অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন মুর্তি বিক্রেতারা।